গাজীপুরে মহানগর যুবলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ
মোছাদ্দিকুর রহমান মুছা:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে বিনামূল্যে গরবি,অসহায় ও পথচারীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার (৫ ডিসেম্বর) সকালে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল নিজ হাতে নেতাকর্মীদের উপস্থিতিতে রিকশা ও ভ্যান চালক,হকার,বাসের চালক-হেলপার,দিন মুজুরসহ সাধারণ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।এ সময় মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হালিম মণ্ডল,যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন,রাহাত খান,মোহাম্মদ হাবীব,আব্দুল আজিজ,মোস্তাফিজুর রহমান,মিজানুর রহমান,নাহিদ মোড়লসহ মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন,মহামারি করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সামান্য সহযোগীতা ।আপনারা জানেন ইতিপূর্বে লকডাউনের সময় মহানগর যুবলীগের পক্ষ থেকে আমরা নিয়মিত খাবার পরিবেশন করেছিলাম।সার্মথ্যানুযায়ী এ প্রক্রিয়া অব্যাহত থাকবে,পাশাপাশি শীতবস্ত্র বিতরনের উদ্যোগ নিয়েছি।মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগ আগেও ছিল,বর্তমানেও আছে এবং আগামীতেও থাকবে ইনশাল্লাহ্।